মা-দিবস, বাবা-দিবস বনাম পেরেন্টহুড

প্রথাগত দাম্পত্যের বাইরে, এই মা-দিবস, বাবা-দিবস পালনের হুজুগ তখনই সর্বজনীন হয়ে উঠবে যখন সিঙ্গল পেরেন্টহুডকে সামাজিক স্বীকৃতি দেওয়া হবে খোলা মনে। যেখানে ‘ এককালে এক রাজা ছিল’ গল্পের পাশাপাশি “এক যে ছিল রানী ” দিয়েও গল্প শুরু হবে। সন্তান প্রথম থেকেই সরল বিশ্বাসে জানতে পারবে, কেবল বিবাহিত নর-নারীই জনক-জননী হয় না – ‘পেরেন্টহুড’ শব্দটি ধারে ও ভারে তার চেয়ে অনেক বেশি কিছু।

by সরিতা আহমেদ | 18 November, 2024 | 162 | Tags : parenthood patriarchy fathers day mothers day